ডায়ালসিলেট ডেস্ক::গত ২৪ ঘণ্টায় ২১০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিনের চেয়ে সামান্য ডেঙ্গু রোগীর ভর্তি কমেছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮১ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। আগস্ট মাসের ৯ দিনে ২ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৩১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮৬৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৪টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *