ডায়ালসিলেট ডেস্ক::গত ২৪ ঘণ্টায় ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিনের চেয়ে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২১১ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। আগস্ট মাসের ১০ দিনে ২ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯১৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮৫২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৩ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯৭৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৪৬ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। প্রতিদিনই মৃত্যুর ঘটনা আসছে আইইডিসিআরতে। কিন্তু এবছর এখনও আইইডিসিআর ডেঙ্গুজনিত মৃত্যুর একটি ঘটনাও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি।
ডায়ালসিলেট এম/

