ডায়ালসিলেট ::সিলেট নগরীর লালদিঘীরপাড় থেকে ৩০৮ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. বাছর মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (৯ আগষ্ট) বিকাল ৬টার দিকে লালদিঘীরপাড় ইবিএল-৩৬৫ বুথের সামনে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বাছর মিয়া বিয়ানীবাজার উপজেলা খলাগ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
গ্রেপ্তারের পর বাছর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)ধারা মূলে মামলা দায়ের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডায়ালসিলেট এম/