ডায়ালসিলেট ডেস্ক::অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চীনের সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!অর্থমন্ত্রী বলেন, আমরা সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছি। দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেটেড করতে হবে। তার জন্য ২৭ কোটি ৬৫ লাখ টিকা কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ টিকা আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকিটা পর্যায়ক্রমে আসবে।
উল্লেখ্য, এর আগে চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনে সরকার। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এর বাইরে কোভ্যাক্সের আওতায় দেশে আরো ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরো ১১ লাখ ডোজ টিকা।
ডায়ালসিলেট এম/

