মৌলভীবাজার থেকে সাইবার নিরপাত্তা আইনে গ্রেফতারকৃত যুবক কারাগারে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

মৌলভীবাজার থেকে সাইবার নিরপাত্তা আইনে গ্রেফতারকৃত যুবক কারাগারে

ডায়ালসিলেট ডেস্ক::মৌলভীবাজারে সাইবার আইনে রাষ্ট্রবিরোধী কর্মকা-ের সাথে জড়িত থাকার অপরাধে আটক এক ব্যক্তিদে করাগারে পাটানো হয়েছে।

তারা নাম তাহমিদ আহমেদ চৌধুরী ( ২২)। তিনি বড়লেখা মাইঝগ্রামের সেলিম আহমদ চৌধুরীর ছেলে।

আজ বুধবার ( ১১ আগস্ট ) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইঝগ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল।

এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, দুটি সীম কার্ড ও একটি আইপেড উদ্ধার করা হয়েছে।

তিনি সিলেট মহানগর পুলিশের হযরত শাহপরাণ থানায় গত ২৫ জুলাই সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার ( নং ২৭ ) পলাতক আসামী।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানিয়েছেন , তারা তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেন। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির শাহপরাণ থানা পুলিশ।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ