ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  যা গতকালের তুলনায় দেড় গুণ কম। এ সময়ে বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে গতকাল শুক্রবার সকালে ২৪ ঘন্টায় ৫৩১ জনের করোনা শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এসময় করোনা আক্রান্ত হয়ে মারা যান ৮ জন।
শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,  সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৩২.৬৪ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৪৩.৮৫ শতাংশ, সুনামগঞ্জে ১৪.৪০ শতাংশ, হবিগঞ্জে ২১.৯০ শতাংশ এবং মৌলভীবাজারে ২৫.৯৬ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৩৪৩ জনের মধ্যে ২২১ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের, ১৮ জন, হবিগঞ্জের ৩০ জন এবং মৌলভীবাজার জেলার ৭৪ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০ হাজার ৯০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬০০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৯৬ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৯৬৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭১২ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৭ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৩ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৩৪৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ১২৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বিভাগে এ পর্যন্ত ৩৬ হাজার ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৪৩০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৮৩ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *