প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাংককে আন্দোলন চলছে

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাংককে আন্দোলন চলছে

আন্তর্জাতিক ডেস্ক::থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এতে আহত হয়েছেন তিন আন্দোলনকারী। বিক্ষুব্ধদের সমাবেশ লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। সরকারের কোভিড মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদ জানাতেই বিক্ষোভে যোগ দিয়েছেন শত শত মানুষ। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে যোগ দেন বিক্ষুব্ধরা। থাইল্যান্ডে চলছে ভয়াবহ কোভিড সংক্রমণ।

একদিনে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪১৮ জন। এটি একদিনে দেশটিতে সর্বোচ্চ কোভিড সংক্রমণ। এ নিয়ে দেশটিতে ৯ লাখের বেশি মানুষের কোভিড শনাক্ত হলো। অপরদিকে এ রোগে প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি থাই নাগরিক। তারপরেও থাইল্যান্ডে ভ্যাকসিন কার্যক্রমের গতি বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। এ নিয়ে চাপে রয়েছেন প্রধানমন্ত্রী চান ওচা। আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবিতে ব্যাংককের একটি গুরুত্বপূর্ণ স্থানে জরো হন। সেখানে তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রার চেষ্টা করেন। তাদের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তবে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের দাবি, আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা করলে তারা এমন পাল্টা প্রতিক্রিয়া দেখান।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ