ডায়ালসিলেট ডেস্ক :: করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪১৭ জন। এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রাণহানি কমেছে ৭৬ জনের।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। এর আগে রোববার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৬ হাজার ৮৩ জন, মৃত্যু হয়েছিল ৪৯৩ জনের।
এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ৫১৩ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩১ হাজার ৬৪২ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৭৪ হাজার ৯১৬ জনের।
ডায়ালসিলেট/এম/এ/

