ডায়ালসিলেট ডেস্ক::হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজার পর মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মাইকে ঘোষণা করেন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন।
৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাবুনগরী।
ডায়ালসিলেট এম/