ডায়ালসিলেট ডেস্ক :: কোভিড-১৯ মহামারির মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যা, মহামারির প্রথম থেকেই চীন বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে। মহামারির মধ্যে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।
শিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে সমানভাবে টিকা বিতরণের গুরুত্বের কথা উল্লেখ করেন এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক যে, অনেক ধনী দেশ প্রচুর টিকা মজুত করেছে। কিন্তু তারা সেগুলো তুলনামূলক দরিদ্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করছে না। তিনি আরও বলেন, টিকা সার্বজনীন হওয়া দরকার। কোনো ধরনের বৈষম্য না করে এটি সব দেশেই বিতরণ হওয়া উচিত।
ডায়ালসিলেট এম /