ডায়ালসিলেট ডেস্ক::কৃষিখাতকে সমৃদ্ধ করতে সিসিলি পৌঁছেছেন ১২১ বাংলাদেশি শ্রমিক। বুধবার নিয়োগকারী এক শীর্ষ কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন সিসিলিজ নিউজ এজেন্সিকে। এসব শ্রমিক গত শুক্রবার একটি ভাড়া বিমানে দেশ ছাড়েন। এর মধ্যে মাত্র ২৫ জনকে নতুন নিয়োগ দেয়া হয়েছে। ডিপার্টমেন্ট অব এমপ্লয়মেন্টে শ্রম অভিবাসন বিষয়ক মহাপরিচালক বেনিলডা কুপিডন বলেছেন, সিসিলিতে যারা যাচ্ছেন তার বেশির ভাগই শ্রমিক। এসব শ্রমিক করোনা মহামারির কারণে তাদের দেশে আটকা পড়েছিলেন। দ্বীপরাষ্ট্র সিসিলি ভারত মহাসাগরের পশ্চিমে। সেখানে অর্থনীতির অন্যতম স্তম্ভ হলো কৃষিখাত। সেই কৃষিতে গতি আনার জন্য এসব শ্রমিককে নেয়া হয়েছে। এ ছাড়া দেশটি বর্তমানে পর্যটন শিল্পের ওপর বড় রকমে নির্ভরশীল। এর আগে শ্রমিক নিয়োগ দেয়া বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া ফ্রাঙ্ককোর্ট কৃষিমন্ত্রী ফ্লাভিয়েন জুবার্টকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকা সফর করেছেন এবং তা সমাধানের কৌশল নির্ধারণ করেছেন। তারা দেখতে পেয়েছেন, স্থানীয় পর্যায়ে এ খাতে পর্যন্ত জনশক্তি নেই। তাই তারা বাইরে থেকে শ্রমিক নেয়ার ওপর জোর দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

