ডায়ালসিলেট ডেস্ক::সুখবর দিয়েছে ইতালি সরকার। রোববার জারি করা এক আদেশের বলে দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসী, যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। ১লা সেপ্টেম্বর থেকে ওই আদেশ কার্যকর হবে। অর্ডিন্যান্সটি ২৫শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তীতে বৈশ্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনায় নতুন নির্দেশনা আসবে। জারিকৃত অর্ডিন্যান্সে যেসব টিকার নাম রয়েছে সেখানে চীনের কোন টিকা নেই। ইতালি ভাষায় জারিকৃত ৬ পৃষ্ঠার আদেশের বিস্তারিত ট্রান্সলেশনের কাজ চলছে। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। এটা সব দেশের জন্য বাধ্যতামূলক। টিকার সার্টিফিকেট ছাড়াও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য অতিরিক্ত শর্ত রয়েছে। ১. ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। ২. পৌঁছার পর টেস্ট হবে। ৩. বাধ্যতামূলক ইতালিতে ১০ দিন নিজ খরচে কোয়ারেন্টিনে কাটাতে হবে, উপসর্গ থাকলে মেয়াদ বাড়বে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *