প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ খুব বেশি প্রয়োজন। প্রকৃত শিক্ষাই পারে সোনার মানুষ তথা সুনাগরিক তৈরি করতে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার ব্যাপক বিস্তার, গুণগত মান বৃদ্ধি এবং উন্নত শিক্ষা অবকাঠামো তৈরি করে দক্ষ ও উপযুক্ত মানবসম্পদ তৈরি করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী রোববার (২৯ আগস্ট) গাইবান্ধার ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নপূরণে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্বাধীন সরকার অন্যান্য খাতের মতো শিক্ষাখাতেও বিরাট পরিবর্তন সাধন করেছে। বিশেষ করে শিক্ষা অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটিয়ে উন্নত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ তৈরি করেছে।’
তিনি বলেন, ‘উন্নত শিক্ষা অবকাঠামোর সুবিধা কাজে লাগিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিবেদিত হয়ে কাজ করতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গত ১২ বছরে ইসলামপুর উপজেলায় অভাবনীয় উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট উন্নয়ন কার্যক্রম বিশেষ করে স্কুল-কলেজ, হাসপাতাল, ঈদগাহ, কবরস্থান রাস্তাঘাট নির্মাণে সংশ্লিষ্ট এলাকার জনগণকে ত্যাগ স্বীকার করতে হবে। প্রয়োজনে জায়গা- জমি ছেড়ে দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে হবে।’
তিনি মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিবিজড়িত ইসলামপুর উপজেলার পলবান্ধায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ইউনানি ও আয়ুর্বেদিক স্কুল-কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা, যমুনা নদীতে নৌবন্দর, আঞ্চলিক মহাসড়কের সঙ্গে নৌবন্দরকে যুক্ত করে গুঠাইল-ইসলামপুর ৩০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের প্রস্তুতির কথা তুলে ধরেন।
সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এবং ৮নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান মো. আব্দুল কাদের শেখ প্রমুখ।
পরে ধর্ম প্রতিমন্ত্রী ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’ উপলক্ষে ইসলামপুর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
ডায়ালসিলেট/এম/এ/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech