ডায়ালসিলেট ডেস্ক::আকাশে হার্ট অ্যাটাকের শিকার হয়ে ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবে। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানান। তিনি বলেন, আমরা শোকাবহ সবাই, একজন সন্মানিত পাইলট, এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে অনেক যাত্রীর জীবন রক্ষার্থে যে ক্রেডিট উনি দেখিয়েছিন এবং যাত্রীদেরকে নিরাপদে অবতরণের ব্যাপারে উনি সমর্থ হয়েছেন। উনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত শোকাবহ। যত দ্রুত সম্ভব তার মৃতদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল সকাল সাড়ে ৮টায় উনার মরদেহ আসবে।
গত শুক্রবার মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ। ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর তিন দিন ‘কিংস ওয়ে’ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *