প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
স্পোর্টস ডেস্ক::লিওনেল মেসির বিদায়ে আক্রমণভাগের মূল শক্তি বিবেচিত হচ্ছিলেন অঁতোয়ান গ্রিজম্যান। তবে বার্সেলোনায় ঠাঁই হলো না এই ফরাসি ফরোয়ার্ডেরও। এক বছরের জন্য নিজের সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে খেলবেন তিনি।
গত ৩১শে আগস্ট মধ্যরাত পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর মেয়াদ। শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছে বার্সেলোনা। ছেড়ে দিয়েছে কয়েকজন খেলোয়াড়কে। এরমধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর গ্রিজম্যানের।
লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের বাধায় লিওনেল মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। এরপর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দলের চাওয়া মেটাতে পারবেন গ্রিজম্যান। রোনাল্ড কোম্যানও জানিয়েছিলেন, তার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ফ্রেঞ্চম্যান।তবে বাস্তবে হলো পুরো উল্টো।
দুই বছর আগে মাদ্রিদের ক্লাবটি থেকেই বাইআউট ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে গ্রিজম্যানকে দলে টেনেছিল বার্সেলোনা।
এক বছর পর আরও একটি এক মৌসুম গ্রিজম্যানকে ধারে খেলানোর সুযোগ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে ধারের মেয়াদ শেষে চার কোটি ইউরো দিয়ে গ্রিজম্যানকে পাকাপাকিভাবে কিনে নিতে হবে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের।
গ্রিজম্যানের জায়গায় সেভিয়ার লুক ডি ইয়ংকে দলে টেনেছে বার্সেলোনা। ৩১ বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ডকে পরে পাকাপাকিভাবে কিনে নেয়ার সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির।
গ্রিজম্যান ছাড়াও দলবদলের শেষ দিনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসনকে টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করেছে বার্সেলোনা। ইলাইশ মোরিবাকে কিনে নিয়েছে লাইপজিগ।
২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য ছাড়তে চায়নি ফরাসি ফরোয়ার্ডকে। গ্রিজম্যান ন্যু-ক্যাম্পে যে খুব বেশি সুখে ছিলেন, তাও কিন্তু নয়। দুই বছরে বার্সার হয়ে ১০২ ম্যাচ খেলেছেন। গোল করতে পেরেছেন ৩৫টি।
রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে অ্যাটলেটিকোয় যোগ দেন গ্রিজম্যান। ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলে মোট ১৩৩ গোল করেছিলেন। সে সময় দলটির হয়ে ইউরোপা লীগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন তিনি। ক্লাবটিতে প্রথম মেয়াদের পাঁচ মৌসুমের প্রতিবারই দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্রিজম্যান।
অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও আরও পরিণত দল। দলটিতে রয়েছেন লুইস সুয়ারেজ, অ্যাঞ্জেল কোরেয়া, জোয়াও ফেলিক্স, ম্যাথিউস কুনহার মতো তারকা খেলোয়াড়রা। তারকায় ঠাসা দলটিতে এবার যোগ দিলেন গ্রিজম্যান।
ডায়ালসিলেটেএম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech