প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১
স্পোর্টস ডেস্ক;:ঘরের ছেলে ঘরে ফিরেছে। এখন অপেক্ষা মাঠে নামার। দীর্ঘ ১২ বছর পর আবার ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগিজ সুপারস্টারের প্রত্যাবর্তন দেখতে রেড ডেভিল সমর্থকরাও রয়েছে অধীর আগ্রহে। দর্শক প্রিয়তার সেই সুযোগে ফায়দা হচ্ছে ম্যানইউ’র। রোনালদোর অভিষেক ম্যাচের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা। এমনকি একটি টিকিটের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত।
আগামী ১১ই সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। এই ম্যাচেই রোনালদোর অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে। যার সুযোগ নিতে চাইছে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলো। ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ টিকিটের দাম বয়স ভিত্তিতে ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যে থাকে। এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে। সেই টিকিট এখন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫৯৯ পাউন্ডে। টিকিট বিক্রির ওয়েবসাইট ‘লাইভ ফুটবল টিকিটস’ এর তথ্য মতে রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচের টিকিটের মূল্য ২৫০০ পাউন্ডেও বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯৪০০০ টাকা।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে আগেই জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন রোনালদো।
জুভেন্টাস থেকে কয়েক দিন আগেই ম্যানইউতে যোগ দিয়েছেন। ক্লাবটির হয়ে মাঠে নামতে পর্তুগালের ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন রোনালদো। ইংল্যান্ডে এসে ওল্ড ট্রাফোর্ডে অনুশীলন শুরুর আগে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে রোনালদোকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার পর জার্সি খুলে উদযাপন করেছিলেন রোনালদো। যেকারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়। আগেও একটি হলুদ কার্ড থাকায় পরবর্তী ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলতে পারবেন না পর্তুগাল অধিনায়ক। তৃতীয় ম্যাচ কাতারের বিপক্ষে হওয়ায় রোনালদোকে ছুটি দিয়েছে কোচ ফার্নান্দো সান্তোস।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech