প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১
বিনোদন ডেস্ক;:পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে উদয়পুরে স্বপ্নের রাজপুত্র নিক জোনাসের সঙ্গে রাজকীয় বিয়ে সারেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি দেশি গার্ল ফাঁস করেছেন দুজনের দুর্দান্ত পার্টনারশিপই সফল বিয়ের অন্যতম চাবিকাঠি। এক প্রেন্স কনফারেন্সে প্রিয়াংকা বলেন, তার কাছে বিয়েটা এক অসাধারণ অভিজ্ঞতা। তিনি আরও বলেন, বিয়ের সমস্ত খরচ তিনি এবং নিক সমান ভাবে করেছিলেন। পাশাপাশি আরও বলেন, শুধুমাত্র বিয়ের আংটিটা নিক তাকে উপহার হিসেবে দিয়েছেন। সেইটা বাদে বাকি সব খরচ দুজনে সমানভাবে করেছেন। বিয়ে সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে প্রিয়াংকা ছেলে এবং মেয়ে উভয়কেই বলেন, ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে বর এবং কনেকে বিয়ের সমস্ত কিছুর পরিকল্পনা এবং খরচ একসঙ্গে বহন করা উচিত। যেখানে আপনি গয়না বেছে নিন এবং জামাকাপড় বা সবকিছু যা আপনার বিয়ের একটি অংশ। তার মতে, এটি একটি চমৎকার বিবাহ এবং সুন্দর ভিত্তি। হিন্দি এবং খ্রিষ্টান দুই রীতি মেনে বিয়ে করেন নিক এবং প্রিয়াংকা। এদিকে, কাজের ফ্রন্টে, প্রিয়াংকাকে শেষবার দেখা গিয়েছিল সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ। ছবিতে প্রধান চরিত্রে তার সহ-অভিনেতা ছিলেন ফারহান আখতার এবং জাইরা ওয়াসিম।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech