ডায়ালসিলেট ডেস্ক::

করোনাভাইরাস শনাক্তের দিক থেকে বাংলাদেশ বিশ্বে এখন ২৮ তম অবস্থানে রয়েছে। শনাক্তের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে বিশ্বের ২৭ টি দেশ।

ওয়ার্ল্ডোমিটারস (বাংলাদেশ সময় শনিবার, দুপুর তিনটা) জানিয়েছে, মোট ১,৫১০,২৮৩ করোনাভাইরাসে শনাক্ত নিয়ে সংক্রমণের দিক থেকে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান ২৮ তম। আর ১,৫১১,২১২ শনাক্ত নিয়ে বাংলাদেশের ঠিক আগেই অর্থাৎ ২৭ তম অবস্থানে রয়েছে কানাডা। আর কানাডার আগে অর্থাৎ ২৬ তম অবস্থানে রয়েছে এশিয়ার দেশ জাপান।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আগে অবস্থান করছিল উত্তর আমেরিকার দেশ কানাডা। কিন্তু গত সপ্তাহে কানাডাকে টপকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। গত সপ্তাহে শনাক্তের দিক থেকেও বাংলাদেশ বিশ্বে ২৬ তম অবস্থানে চলে এসেছিল।

এদিকে, বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা এখন ২২ কোটি ৭১ লাখ ৪ হাজারের বেশি। আর বিশ্বজুড়ে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের।।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *