তিন ‘ধর্ষকের’ দায় স্বীকার, দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

তিন ‘ধর্ষকের’ দায় স্বীকার, দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কা হাওরে স্বামীকে বেঁধে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও তিন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যান্ত আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জবানবন্দি দেন।

আসামিরা হলেন- উপজেলার মোড়াকরি গ্রামের পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতার ছয়জনের মধ্যে চারজন স্বীকারোক্তি দিলেন।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে  রোববার (০৫ সেপ্টেম্বর) ওই তিন আসামিকে রাঙ্গামাটির নলিয়ারছড় থেকে গ্রেফতার করে লাখাই থানায় নিয়ে আসে পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদেরকে আদালতে নেওয়া হয়।

ডায়ালসিলেট এম/

0Shares