ডায়ালসিলেট ডেস্ক::সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এবং নতুন শনাক্ত হয়েছেন ৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে। তারা জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ ৫ জন মারা গেছেন সিলেট জেলায়। এ নিয়ে মৃতের সংখ্যা ১১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৮ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯২০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৪৮ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৫ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১০২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৯.৪৩ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৫৬৯ জন। তন্মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৮৮ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৬৮ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫৩৫ জন রয়েছেন। এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৭০৫ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন করোনা রোগী চিকিৎসাধীন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *