১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডায়ালসিলেট ডেস্ক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ কেজি গাঁজাসহ বাবু লাল সিং ছত্রী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭জানুয়ারি) রাতে উপজেলার মাজডিহি চা বাগানের ফুটবল খেলার মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। সে মৌলভীবাজার সদর থানাধীন মৌলভী চা বাগানের (৮ নং) লাইনের মৃত জিতু সিং ছত্রীর ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানা মামলা দায়ের করা হয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });