ডায়ালসিলেট ডেস্ক::গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৬ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮০২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *