ডায়ালসিলেট ডেস্ক :: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্ট। সংস্থাটি জানিয়েছে গুগল প্লে স্টোরের অন্তত প্রায় ১৯ হাজার ৩০০টি অ্যাপ ঝুঁকিপূর্ণ হিসাবে গণ্য করা হচ্ছে।
অ্যাভাস্টের দাবি, এসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করতে দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ১০ শতাংশেরও বেশি অ্যাপের (১৯,৩০০) ক্ষেত্রে দেখা গেছে, সেগুলোর ফায়ারবেস উন্মুক্ত রয়েছে। অ্যাপ ডেভেলপারদের মিস-কনফিগারেশনের কারণেই এমনটি হয়েছে।

লাইফস্টাইল, গেমিং, মেল, খাবার ডেলিভারি, ওয়ার্ক-আউটসহ বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে এ বিপদ চোখে পড়েছে। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বজুড়ে সেই সমস্যা ধরা পড়েছে। এ সমস্যা যদি আসলেই সত্যি হয়, তাহলে ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে দিতে পারে। এখন সহজেই চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, অবস্থান সংক্রান্ত তথ্য ফাঁস হতে পারে। অ্যাভাস্টের ম্যালওয়ার গবেষক ভ­াদিমির মার্তয়ানোভ জানিয়েছেন, প্রতিটি ‘খোলা’ ফায়ারবেসের ক্ষেত্রেই তথ্য চুরির ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সেই তথ্যে কোনোভাবে হাত পড়ে গেলে ব্যবহারকারীদের ব্যবসা, আইনসংক্রান্ত ক্ষেত্রে বিপদ তৈরি হবে।

এজন্য ব্যবহারকারীদের করণীয় যাচাই-বাছাই ছাড়া গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা।
যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে ভালোভাবে এর বিবরণ পড়ে নিতে হবে। মনে রাখতে হবে সুরক্ষিত নয় এমন অ্যাপগুলোর বিবরণ বাজেভাবে লেখা থাকবে।
যে অ্যাপগুলো সামান্য কিছু টাকা দিয়ে বা বিনামূল্যে কিছু দিতে চায়, তাতে ভরসা রাখবেন না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *