প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের বিশ্বনাথে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অপহরণের একদিন পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলার বড়কাপন গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার মজলিস ভোগশাইল গ্রামের তুরন মিয়ার ছেলে।
পরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার সকালে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা মহিলা মাদরাসার এক শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার সময় রাস্তা থেকে তাকে অপহরণ করেন অভিযুক্ত ফখরুল। মাদরাসাছাত্রীকে অপহরণ করে ফখরুল তার ফুপুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামে নিয়ে যান। মাদরাসাছাত্রী ওইদিন বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুলিশকে অবহিত করলে আজ সোমবার দুপুরে বিশ্বনাথ থানার একদল পুলিশ জগন্নাথপুরে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ওসিসিতে ও গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech