ডায়ালসিলেট ডেস্ক::বিনা পাসপোর্টে প্রবেশ করায় হবিগঞ্জের চুনারুঘাটের রেমা তলব বাজার থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিজিবির হবিগঞ্জের ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী নিশ্চিত করে জানান, মঙ্গলবার রেমা ক্যাম্পের হাবিলদার ওলিউল্লাসহ একদল বিজিবি তলব বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে থাকে নাগরিককে চুনারুঘাট থানায় প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, আটক এর পর থেকেই থেকে সে হিন্দি ভাষায় কথা বলছে। এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান,আটক হওয়া ব্যক্তির ভাষা স্পষ্ট করে বুঝা যাচ্ছে না। তবে সে ভারতীয় নাগরিক। তার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
ডায়ালসিলেট এম/

