প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আরেক তারকা দীপিকা পাড়ুকোনকে ।
দিনকয়েক আগে দিল্লিতে দিনভর ছবি প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী দিপীকা। অ্যাসিড আক্রান্তদের নিয়ে ছবি ‘ছপাক’-এর প্রচারে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি ।
পরিচয়পত্র ছাড়া দোকান থেকে অ্যাসিড কেনা যায় কিনা, তাও দেখেছেন। এ নিয়ে দীপিকা একটি প্রোমোশনাল ভিডিও করেছেন। সেটি ‘টিকটক’ প্ল্যাটফরমে দেয়া হয়েছে ।
‘ছপাক’-এর মূল চরিত্রে ছিলেন দীপিকা। পর্দায় তিনি ছিলেন মালতী, এক অ্যাসিড ভিকটিম। অর্থাৎ ডি-গ্ল্যাম লুক, একজন অ্যাসিড আক্রান্তের মুখ যেমন হতে পারে ঠিক তেমনই।
মালতীর লুক ‘রিক্রিয়েট’ করতে ‘টিকটক’ ভিডিওতে দীপিকা এক মেকআপ আর্টিস্টকে চ্যালেঞ্জ করেছেন । অর্থাৎ তাকে ভিডিওতে দেখাতে হবে কীভাবে এক অ্যাসিড আক্রান্তের মুখ সাজানো যায়।
তার এই প্রচার ভিডিও নিয়ে সরব কঙ্গনা রানাউত। কঙ্গনার বোন রঙ্গোলিও একজন অ্যাসিড ভিকটিম।
আর তাই কঙ্গনা সেই প্রসঙ্গ টেনে কড়া ভাষায় বলেছেন, আমার বোনের মতো যারা অ্যাসিড আক্রান্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিষয়টি কোনো মেকআপ লুকের ব্যাপার নয়।
এটি তৈরি করার মধ্যে কোন কৃতিত্বও নেই। এরকম নির্বোধের মতো মন্তব্য করলে ক্ষমা চাওয়াই উচিত। আমরা সবাই ভুল করি। ভুল করে ক্ষমা চেয়ে নেয়ায় কোনো ক্ষতি নেই।
কঙ্গনার ভাষ্য মতে, প্রচারের জন্য মাঝে মাঝে মার্কেটিং টিম অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলে। এই ভিডিও দেখে রঙ্গোলি অত্যন্ত আঘাত পেয়েছে।
তিনি দীপিকার কাছে কৈফিয়ত চেয়ে বলেন , কেন এটি করা হলো। নিশ্চয়ই তার কাছে কৈফিয়ত আছে বলে আমি মনে করি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech