বিশ্বনাথে যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

বিশ্বনাথে যুবদল নেতা গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের বিশ্বনাথে পলাতক আসামি যুবদল নেতা কদর আলী (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক ও উপজেলা চানসিরকাপন (বিদায়সুলপানি) গ্রামের মৃত আফিজ আলীর ছেলে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারকৃত আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। মামলা নং জিআর ২৩৬/১৩ইং।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি কদর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদ বলেন, গ্রেপ্তারকৃত পলাতক আসামিকে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ