
ডায়ালসিলেট ডেস্ক :: রিফাত এন্ড কোং প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আফতাব মিয়ার নামাজের জানাযা আজ শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (র:) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এতে সিলেটসহ বিভিন্নস্থানের সর্বস্থরের মানুষের উপস্থিতি ও দোয়া কামনা করেন রিফাত এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং মৃত আফতাব মিয়ার ছোট ছেলে আব্দুল্লাহ সিদ্দীকি।
এদিকে বিশিষ্ট শিল্পপতি আফতাব মিয়ার মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক মহল শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, সিলেটের রিফাত এন্ড কোং সহ কয়েকটি স্বনামধম্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ আফতাব মিয়া ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না………………..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।