প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রীতার্থে এক অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সিলেট নগরের ৮নং ওয়ার্ডের আখালিয়াস্থ ভট্টপাড়া শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীল হিমাদ্রী গোস্বামী মোহর, রাত ৮টায় নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস। পরিবেশনায় শ্রী রঞ্জন দেবনাথ।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত থেকে নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন। দুপুর ২টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, পল্লবী আ/এ, পনিটুলা সিলেট-এর অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
নাম সুধা পরিবেশন করবেন বিধু চন্দ্র চন্দ-গোয়াইনঘাট, রূপম ধর-বালাগঞ্জ, রঞ্জন দেবনাথ-সিলেট, গীরিরাজ দাস জুয়েল-সিলেট, রাজ কুমার দাস রুবেল-মৌলভীবাজার, হিরেন দাস-সিলেট ও মহাপ্রভু সংঘ-পনিটুলা সিলেট। পরদিন ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় দধি ভাÐ ভঞ্জন ও কীর্ত্তন সমাপন এবং মহাপ্রসাদ বিতরণ।
নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য শ্রীগোপাল সংঘের ভক্তবৃন্দগণ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech