বিনোদন ডেস্ক::নির্মাতা বাপি সাহার নির্দেশনায় আবারও মডেল হলেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বিজ্ঞাপনটিতে তার সঙ্গে আরও মডেল হয়েছেন চিত্রনায়ক আমান রেজা। বাপি সাহা বিজ্ঞাপনচিত্রের এই নতুন জুটিকে পর্দায় আনছেন গুরুদেব আগরবাতি নামের একটি বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি ভারতীয় এই গুরুদেব আগরবাতির বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে নরসিংদীতে। বাপি সাহা জানান, তার নিজস্ব প্রযোজনা ও বিজ্ঞাপনী সংস্থা এনজয় এড মিডিয়ার ব্যানারে বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়েছে।
মৌ খান বলেন, দ্বিতীয়বারের মতো বাপি দা’র নির্দেশনায় কাজ করলাম। তিনি গুণী একজন নির্মাতা। সবকিছু মিলিয়ে দারুণ একটি বিজ্ঞাপনচিত্র উপহার পাবেন দর্শকরা।
ডায়ালসিলেট এম/