চট্টগ্রামে আরও ২৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২১

চট্টগ্রামে আরও ২৮ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট ডেস্ক :: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

এদিন চট্টগ্রামের সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ২৩ জন মহানগর এলাকা এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৫ জনের মধ্যে ৪ জন রাউজান উপজেলার এবং একজন বোয়ালখালী উপজেলায়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। দুজনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০১।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ