
ডায়ালসিলেট ডেস্ক::ত্রিশলাখ টাকা জরিমানার বোঝার সাথে এক বছরের সাজা নিয়ে পালিয়েছিলেন দীর্ঘদিন। তবে শেষরক্ষা আর হয়নি তার। শেষ পর্যন্ত র্যাবের খাঁচায় পোরা হয়েছে তাকে।
তিনি বিয়ানীবাজারের চরিয়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. গোলাম রহমান জিলু।
তিনি দায়রা মামলা (নং ৪০৬/০৮) ও সিআর ( মামলা নং ২২৯/৭) মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। পাশাপাশি তার উপর ত্রিশ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।
এ অবস্থায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ সদর কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে নগরীর রিকাবিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জিলুকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছেন তারা।
ডায়ালসিলেট এম/