আন্তর্জাতিক ডেস্ক::ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দিনের শুরুতে এই ভূমিকম্প তছনছ করে দেয় প্রদেশটি। কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বহু ভবন বিধ্বস্ত হয়েছে। তার নিচে আটকে আছেন অনেক মানুষ। তাদের অবস্থা কি তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, ৫.৯ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে। এমন অগভীর ভূকম্পনে অনেক বেশি ক্ষতি হয়। ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। কমপক্ষে ১৫০ জনকে আহত উদ্ধার করা হয়েছে। অনেককে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে স্ট্রেচারের ওপরই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। রাতের অন্ধকার থাকার কারণে এক্ষেত্রে তারা টর্চ হিসেবে মোবাইল ফোন ব্যবহার করছেন। মাটির তৈরি ঘর কমপক্ষে ১০০ ঘর এবং একটি বিশাল ভবন ধ্বংস হয়েছে। এতে কয়েক শত মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রদেশটির রাজধানী কোয়েটার রাজপথে মানুষের ঢল নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হারনাই জেলায়। রাজধানী কোয়েটা থেকে পূর্ব দিকে এর অবস্থান। সেখানে ভূমিকম্পের সময় একটি বিশাল কয়লাখনিতে ধস দেখা দিয়ে থাকতে পারে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাঙ্গু বলেছেন, জরুরি সেবা বিষয়ক সার্ভিসগুলোকে ওই এলাকায় পাঠানো হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *