আন্তর্জাতিক ডেস্ক:;বৃটেনে ফের ব্যাপক হারে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় প্রায় অর্ধলক্ষের কাছাকাছি পৌঁছেছে। গতকাল আক্রান্ত ছিলো ৪০,৭০১ জন। সময় যত গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যা। বুধবার ছিলো ৩৯,৮৫১ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন। তবে এ সংখ্যা আরো অনেক বেশি হবে। গতকাল মৃত্যুবরণ করেছেন ১২২ জন, গত বুধবার ছিলো ১৪৩ জন। গত বছরের মার্চ থেকে করোনা মাহামারি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশীসহ ১ লক্ষ ৩৭ হাজার ৪১৭ জন লোক মৃত্যু করেছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০৭ জন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হার কমাতে সরকার গতকাল অবধি ৪ কোটি ৯০ লক্ষ ৬৮ হাজার ৭০৫ জনকে প্রথম ডোজ ভ্যাকসি দেয়া হয়েছে। যা দেশটির জনসংখ্যার ৬৭ শতাংশের উপরে। এর মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে ৪ কোটি ৫০ লক্ষ ৭৮ হাজার ৫২৯ জনকে। প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিন প্রয়োগ শেষ প্রায় শেষের দিকে রয়েছে। শীত আসার পূর্বে ভ্যাকসিন প্রয়োগ শেষ না করতে পারলে আবারও ব্যাপক বেড়ে যেতে পারে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *