প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১
বিনোদন ডেস্ক:চলতি সময়ের ব্যস্ত কন্ঠশিল্পী সাবরিনা বশির। আধুনিক কিংবা ফোক সব ধারার গানে তার বিচরণ। আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও প্রতীক হাসানসহ সময়ের জনপ্রিয় শিল্পীদের সাথে বেশ কিছু গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ডও। সম্প্রতি বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন এই কন্ঠশিল্পী। তার মধ্যে ‘দিল্লী কা লাড্ডু’ শিরোনামের একটি গান রয়েছে। দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে গানটির চিত্রধারনের কাজ শেষ হয়েছে। গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও আশিক চৌধুরী।কোরিওগ্রাফার ছিলেন রোহান ও বেলাল। গানের ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। আসছে ৩০ অক্টোবর এই কন্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে গানটি প্রকাশ করা হবে। সাবরিনা বশির বলেন, আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কন্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে বেঁচে থাকতে চাই সারাজীবন। এবারের গানটিও অনেক যত্ন নিয়ে করা। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। উল্লেখ্য, সাবরিনার অন্যান্য নতুন গানের মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মধুচোরা’ এবং একক কন্ঠের গান ‘ফুলের কানে ভ্রমর এসে’। সম্প্রতি এই শিল্পীর ‘জলে গিয়েছিলাম সই’ নামে একটি ফোক গানের(কাভার) ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech