ডায়ালসিলেট ::সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

ড. মুহাম্মদ মোশররফ হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ২৮ জুলাই ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *