ডায়ালসিলেট ডেস্ক :: উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Thank you for reading this post, don't forget to subscribe!
বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপির কে এলো কে এলো না, সেটা নির্বাচনের ওপর নির্ভর করবে না।
সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে। উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে।
তত্ত্বাবধায়ক সরকার আর জাদুঘর থেকে ফিরে আসবে না।
বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
/এম/এ/

