ডায়ালসিটে ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতদের কবলে পড়া একটি বাসের যাত্রীরা ৯৯৯-এ কল দিয়ে রেহাই পেয়েছেন। তবে ডাকাতদের ঢিলের আঘাতে ওই সময় বাসচালক আহত হন। রবিবার দিবাগত গভীর রাতে দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটেছে।

খবরটি নিশ্চিত করেছন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

বাসের যাত্রীরা জানান, রবিবার দিবাগত (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে আসা সুনামগঞ্জগামী একটি বাস দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কের লতিপুর এলাকার (বরইকান্দি দক্ষিণের) রেলক্রসিংয়ে পৌঁছলে মুখোশধারী ২০-২৫ জনের একটি ডাকাতদল গাছ ফেলে বাসের গতিরোধ করে। তাদের হাতে ছিলো দা, রাম-দা, রড ও বন্দুক। ডাকাতরা এর আগে ৪/৫টি ট্রাক আটকে চালকদের মারধর করে তাদের টাকা-পয়সা ছিনতাই করে এবং ট্রাকগুলো এলোপাতাড়ি করে রেখে যানজটের সৃষ্টি করে। পরে ডাকাতদল সুনামগঞ্জগামী ওই বাসে উঠার চেষ্টা করলে সতর্ক চালক ব্যাক গিয়ার দিয়ে গাড়ি পেছনে নিয়ে যেতে থাকেন। ডাকাতদল গাড়িতে উঠতে ব্যর্থ হয়ে গাড়ির গ্লাসে পাথর দিয়ে সজোরে ঢিল ছুড়তে থাকে এবং রড-দা দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকে। এসময় গাড়ির চালক আহত হন এবং গাড়ির ভেতরের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। বাসের যাত্রীরা এসময় চিৎকার ও কান্নাকাটি শুরু দেন।

গাড়ির মধ্যে থাকা আবু তাসফি নামের এক যাত্রী এসময় বুদ্ধি করে ৯৯৯-এ কল দিলে দক্ষিণ সুরমার থানা এ ফাঁড়ির একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের ডাকাতদল পালিয়ে গেলে ডাকাতির শিকার হওয়া থেকে রেহাই পান বাসযাত্রীরা।

আবু তাসফি নামের কালিঘাটের ব্যবসায়ী ও বাসযাত্রী এ প্রতিবেদককে বলেন, ডাকাদল হানা দেয়ার পর গাড়ির ভেতরে যে অবস্থার সৃষ্টি হয়েছিলো তা সত্যি ভয়াবহ। একদিকে ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙছে অন্যেদেক যাত্রীরা সৃষ্টিকর্তাকে ডাকছে, কান্নাকাটি আর চিৎকার করছে। পরে আল্লহর রহমতে পুলিশ দ্রুত চলে আসলে আমরা রেহাই পাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *