প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে কমলা নেহেরু শিশু হাসপাতালের নবজাতকদের বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এসএনসিইউ) এ আগুন লাগে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে এই আগুন লাগে। এসময় হাসপাতালটির শিশু বিভাগে অন্তত ৪০ শিশু চিকিৎসাধীন ছিল।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা বিষয়ক মন্ত্রী বিশ্বাস সারাং। তিনি বলেন, শটসার্কিট থেকে আগুন। খবর পেয়েই দ্রুত দমকল বাহিনী পাঠানো হয়। হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। সেটি ছড়িয়ে পড়ে। ভর্তি শিশুদের সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ২৫টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিপরাজ সিং চৌহান নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।
মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল এমন ৩ শিশুকে আমরা বাঁচাতে পারলাম না, যেটি সত্যিই দুর্ভাগ্যের।
মুখ্যমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণ পরে মৃত শিশুর সংখ্যা আরও বাড়ে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech