হালিশহরে গোডাউন বাজারে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

হালিশহরে গোডাউন বাজারে ভয়াবহ আগুন

ডায়ালসিলেট ডেস্ক :: চট্টগ্রাম নগরের হালিশহরের গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হালিশহরের আটিলারি এলাকার গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আটিলারি গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮ ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ছয়টি ও বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ