জালালাবাদ থানা পুলিশের হাতে গ্রেফতার ৫

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

জালালাবাদ থানা পুলিশের হাতে গ্রেফতার ৫

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় পাঁচজন গ্রেফতার হয়েছেন। জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গতকাল সোমবার ৫ বোতল ফেন্সিডিলসহ সেলিম আহমদ (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি বালুচর এলাকার আব্দুল খালিকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এদিকে, গত রবিবার ও গতকাল সোমবার জিআর পরোয়ানভুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ থানার মীরেরগাঁওয়ের সাইদুর রহমান (৪০), গালমশাহের সোনাই মিয়া (৬৫), বানাগাঁওয়ের ময়না মিয়া (২৬) ও আখালিয়ার রাজন আহমদ সাদ্দাম (২৬)।

পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ