বেপরোয়া গতির বাসচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

বেপরোয়া গতির বাসচাপায় বৃদ্ধ নিহত

ডায়ালসিলেট ডেস্ক :: ঢাকার সাভারে সেবা গ্রীন লাইনের একটি বেপরোয়া গতির বাসের চাপায় সুবল চন্দ্র বর্মন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

সুবল সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরে সেবা গ্রীন লাইনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুবল নিহত হন।

 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

0Shares