সিলেটের লাক্কাতুরা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

সিলেটের লাক্কাতুরা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

ডায়ালসিলেট ডেস্ক:এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়িকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আবু রায়হান নূর, এএসআই ইমদাদুল হক, এএসআই মুহিবুর রহমান নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত সুনামগঞ্জের ধর্মপাশার মাটিকাটা গ্রামের মো. আব্দুর রশিদ প্রকাশ আবু মিয়ার ছেরে হাবিল আহমদ (২৪)। সে বর্তমানে সেলিম কবিরাজের বাসা, ইসরাইল মিয়ার গলি, খাসদবীরে বসবাস করে।

উক্ত মাদক ব্যবসায়িকে আসামী করে এসআই আবু রায়হান নূর এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ