ভালবাসা দিবসে রাসেল হামিদের নাটক “ঘুম নাই সমিতি”

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

ভালবাসা দিবসে রাসেল হামিদের নাটক “ঘুম নাই সমিতি”

ডায়ালসিলেট ডেস্ক:ভালবাসা দিবসে রাসেল হামিদের নাটক “ঘুম নাই সমিতি” নীল বিডি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত নাটক “ঘুম নাই সমিতি” আগামী ১৪ তারিখ রিলিজ দেয়া হবে নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি রাসেল হামিদ ও তারানা রিয়া আপনারা যাদের কাট্টুশ আলী ও কইলজারুন নামে জানেন এই নাটকে আরো অভিনয় করেছেন পাগেঞ্জি তেরা মিয়া (ফারক খান কয়েছ), জেড ইসলাম (কবি আলাউদ্দিন), এন্নি শোভা, জাতির ফুজি কাবেরী রায় পিংকি সহ আরো অনেকে “ঘুম নাই সমিতি” নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাসেল হামিদ নোভা ভিশনের কারিগরী সহযোগিতায় সুমন রায়ের রূপসজ্জায় নাটকটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম লাইটে কাজ করেছেন সানী রহমান ও বদরুল আলম আরো কাজ করেছেন রুহেল আহমদ, আমির আলী, ছায়েদ, লিটন, আলীরাজু প্রমুখ।

0Shares