বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন দিয়া মির্জা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন দিয়া মির্জা

ডায়ালসিলেট ডেস্ক::    অভিনেত্রী দিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের এক বছর হলো। সাড়ে চার বছর বয়সে বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের ধাক্কা সামলে ছিলেন । তাই ৩৭ বছর বয়সে তাঁর নিজের বিয়ে ভাঙলেও, সেই ঘটনায় মুষড়ে পড়েননি তিনি।

গত বছর সাহিল সঙ্ঘার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেত্রী। দিয়া বলেন, ‘‘চোদ্দো বছর ধরে তিনি সকালে উঠে ধ্যান করেন। বাড়িতে বাগান করেছেন, ওখানে রোজ কত পাখি আসে এ সব দেখে তিনি তার মনের শান্তি ধরে রাখতে পারেন না।’’

অনুভব সিংহের পরিচালনায় ‘থাপ্পড়’-ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন দিয়া।

তাঁকে বিবাহবিচ্ছেদ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘এমন নয় যে সেলেব্রিটি বলে বিয়ে ভাঙায় কষ্ট হয়নি। কিন্তু মা-বাবার ঘটনাটা থেকে আমি সাহস সঞ্চয় করেছি। অনেকেই ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তবে তাঁদের বলতে চাই, এমন দিনও কেটে যায়।’’

0Shares