স্পোর্টস ডেস্ক::হোঁচট খেয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। তবে এখনও ফাইনালেই চোখ কোচ গোলাম রব্বানী ছোটনের। শনিবার নেপালের সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। আজ মেয়েদের বড় পরীক্ষা। প্রথম ম্যাচে উড়ন্ত জয় পাওয়া ভুটানের মুখোমুখি হচ্ছে আজ আঁখি-মারিয়া মান্ডারা। ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের জিততেই হবে। চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে হবে।’ নেপালের বিপক্ষে ম্যাচে ভাগ্য আমাদের সহায় ছিল না। ডজনখানেক গোলের সুযোগ পেয়েও মেয়েরা গোল করতে পারেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

কখনো বারে লেগে ফিরে এসেছে। কখনো গোলকিপার অঞ্জনা রানা মাগার ফিরিয়ে দিয়েছে। তাই ভুটানের ম্যাচেও মেয়েরা গোলের চেষ্টাই করবে। যদি ভাগ্য সহায় হয়, তাহলে জেতা সম্ভব।’
নেপালের সঙ্গে ড্র করার পর কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমি বলেছিলাম, মেয়েরা কঠোর অনুশীলন করেছে, ভালো ফুটবল খেলবে। তারা সেটাই করেছে। দর্শকদের আনন্দ দিয়েছে। ম্যাচজুড়ে আধিপত্য করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গোল পাইনি, যেটা পাওয়া উচিত ছিল। মনিকার শেষ শটটা যেভাবে বাঁচিয়েছে ওদের গোলরক্ষক, সেই কৃতিত্ব দিতেই হবে ওকে। আসলে শেষ পর্যন্ত খেলায় ভাগ্যেরও একটা ব্যাপার আছে। অঞ্জনা (নেপাল গোলরক্ষক) আজ অনেকগুলো নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে।’ এদিন ম্যাচে আঁখির শট সাইড পোস্টে লেগেছে। মনিকার শট অল্পের জন্য গোল হয়নি। ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। তবে গোল না পেলেও মেয়েদের খেলায় সন্তুষ্ট কোচ, ‘আমাদের অনেকগুলো ভালো আক্রমণ হয়েছে। কিন্তু আমরা গোল পাইনি। মেয়েরা পুরো ৯০ মিনিট একই রকম ছন্দে ফুটবল খেলেছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও নেপালের ঐতিহ্য আমরা সবাই জানি। তবে আমাদের মেয়েরা দেখিয়েছে, তারাও উন্নতি করেছে।’ তবে প্রথম ম্যাচে ড্র করলেও ফাইনালেই চোখ গোলাম রব্বানীর। তিনি বলেন, ‘এটা লীগভিত্তিক খেলা। সবার সঙ্গে সবার খেলা হবে। নেপালও ৩ পয়েন্ট পায়নি। ওরাও আমাদের সঙ্গে আছে। এটা একটা ভালো দিক। তবে ৩ পয়েন্ট পেলেই খুশি হতাম। এখনো অবশ্যই ফাইনালে ওঠার আশা রয়েছে আমাদের।’ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে স্টেডিয়ামে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলবে আজ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় ভুটান। নেপালের বিপক্ষে খেলা ফর্মেশনে কোনো পরিবর্তন ভুটানের বিপক্ষে ম্যাচে হবে না বলেই জানালেন ছোটন। বলেন, ‘আমরা নেপালের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলেছি। ভুটানের বিপক্ষেও তাই হবে। আসলে যে ফর্মেশনেই খেলি না কেন, স্কোরারের অভাব নেই আমাদের। ভাগ্য সহায় হলে যে কোনো পদ্ধতিতে খেললেই গোল বের করা যায়। আর দুর্ভাগ্য হলে গোল পাওয়া যায় না। আশা করি ভুটানের বিপক্ষে ভাগ্য আমাদের সহায় হবে।’ আসরে ১৭ই ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর প্রথম পর্বের শেষ ম্যাচে আগামী ১৯শে ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *