ডায়ালসিলেট ডেস্ক:র‌্যাবের পৃথক অভিযানে সিলেটের গোলাপগঞ্জ ও সুনামগঞ্জের সদর থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে র‌্যাব।

সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাবের একটি দল গোলাপগঞ্জ থানার গঞ্জেগাঁও গ্রামে অভিযান চালিয়ে মো. কাজল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
কাজল হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গানপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আইনল হক মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।
পরে উদ্ধারকৃত গাঁজাসহ কাজলকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় র‌্যাবের একটি দল সুনামগঞ্জ জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে

এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মো. সহিবুর রহমান সোয়েব (২৮) সুনামগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১২ হাজার ৯ শ’ টাকা উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত গাঁজা ও টাকাসহ সহিবুর রহমানকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *