ডায়ালসিলেট ডেস্ক::বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগের আহ্বান জাানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঊষার দুয়ারে হানি আঘাত, তরুণরাই আনিবে রাঙা প্রভাত। তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যোগ্য কারিগর।

শনিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে হলিক্রস কলেজ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ’৫২ সালের ভাষা আন্দোলন, ’৬২ সালের শিক্ষা আন্দোলন, ’৬৬ সালের ছয় দফা, ’৬৯ সালের গণ-অভ্যুত্থান, ’৭০ এর নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ— এ সুদীর্ঘ যাত্রায় বঙ্গবন্ধু বারবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। বরং সদর্পে বজ্রকন্ঠে উচ্চারণ করেছিলেন— ‘৭ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না’। তাইতো বাঙালি পেয়েছে ভাষা, পেয়েছে মহান স্বাধীনতাসহ বিশ্বসেরা অনন্য সংবিধান।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে জাতিকে, জাতির অস্তিত্বকে ধ্বংস করার অপপ্রয়াস চালিয়েছিল চিহ্নিত অপশক্তি। জাতির পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেলসহ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে বাংলাদেশ। ২১০০ সালের ব-দ্বীপ পরিকল্পনার মাধ্যমে এদেশ জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলা করতে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, সিএসসি।

আরও বক্তব্য রাখেন হলিক্রস কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সিএসসি, আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী, এরিয়া অব এশিয়ার কো-অর্ডিনেটর সিস্টার ভায়োলেট রড্রিক্স, সিএসসি। অনুষ্ঠানে হলিক্রস কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *