ডায়ালসিলেট ডেস্ক ::করোনায় দেশে একদিনে শনাক্তের হার ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৮১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৬ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৪৭ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপতালে মারা গেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *