স্পোর্টস ডেস্ক::অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে টানা দুই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই ছিল বাংলাদেশের। রোববার নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট পায় শ্রীলঙ্কা। আর এতে লঙ্কানদের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে পৌঁছায় টাইগার যুবারা। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুটি করেই ম্যাচ জিতেছে। অপর দুই প্রতিপক্ষ নেপাল এবং কুয়েত দুই ম্যাচের দুটিতেই পরাজিত হওয়ায় শীর্ষ দুই দলের সেমি নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইয়ং টাইগাররা। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ। রোববার দিনের একমাত্র ম্যাচে নেপালের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে শতক হাঁকান সাদিশা রাজাপাকসে (১৩১) ও চামিন্দু বিক্রমাসিংহে (১১১)। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৬২ রানে গুটিয়ে যায় নেপাল। লঙ্কানরা পায় ৬০ রানের জয়। আগামীকাল ‘বি’ গ্রুপের সেরা নির্বাচনের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল সাড়ে দশটায় শারজায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।